THE HORROR OF THE VIRUS
ইতিহাসে ভাইরাসের ভয়াবহতা
পৃথিবীতে বিভিন্ন সময়ে ভাইরাস ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হয়ে পৃথিবীর উদ্ভিদ ও প্রানীকুলের অনেক ক্ষতি করেছে এবং করে যাচ্ছে ।এখানে পৃথিবীর ইতিহাসে তেমন কিছু জটিল ভাইরাসের ভয়াবহতার
ও ক্ষতির পরিসংখ্যান তুলে ধরা হল।
কোভিট - ১৯ :-
(কোভিট - ১৯) রােগের জন্য দায়ী carona ভাইরাস।
পরিসংখ্যান:-
২০০৩ সালে ২৯ টি দেশে ৮ শত লােক মারা গিয়েছিল কোভিট - ১৯ এ ।
২০১৫ সালে সৌদি আরব ও কাতারে কোভিট - ১৯ এর প্রাদুর্ভাব দেখা গিয়েছিল।
২০১৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিশ্বের ২০৩ টি দেশে আক্রান্ত হয়েছে ১,২৭৩,৭১২ জন এবং মারা গেছে ৬৯,৪৫৮ জন লােক।
এ রােগের তেমন কোন কার্যকরি প্রতিষেধক এখনাে আবিস্কৃত হয় নি।
ইনফ্লুয়েঞ্জা :-
ইনফ্লুয়েঞ্জা রােগের জন্য দায়ী Influnza ভাইরাস।
১৯১৮ সালে ( স্প্যানিশ ফ্লু টাইপ - H1N1 ) তে সারা বিশ্বে মারা গিয়েছিল ২ কোটি থেকে ৫ কোটি মানুষ। ১৯৫৬ সালে ( এশিয়ান ফ্লু টাইপ - H2N2 ) তে সারা বিশ্বে মারা গিয়েছিল ২০ লক্ষ মানুষ। ১৯৬৮ সালে ( হংকং ফু টাইপ - H3N2 ) তে সিংগাপুর , ভিয়েতনাম , ফিলিপাইন , ভারত , অষ্ট্রেলিয়া , ইউরােপ ও আমেরিকায় মারা গিয়েছিল ১০ লাক্ষ মানুষ।
১৬২৯ সালে মিলান,ভেনিস,ফ্লোরেন্সে;১৬৬৫ সালে ইংল্যান্ডে;১৭২০ সালে ফ্রান্সে;১৮৫৫ সালে চীনে
২০০৯ সালে ( সােয়াইন ফ্লু টাইপ - H1N1 ) তে সারা বিশ্বে মারা গিয়েছিল ১ লাক্ষ থেকে ৪ লাক্ষ মানুষ।এ রােগের তেমন কোন কার্যকরি প্রতিষেধক এখনাে আবিস্কৃত হয় নি।
প্লেগ :-
প্লেগ রােগের জন্য দায়ী Yersinia Pestis ভাইরাস।
পরিসংখ্যান :-
১৬৫ সালে প্লেগে মারা গিয়েছিল ৫০ লাক্ষ লােক।
৫৪২ সালে প্লেগে মারা গিয়েছিল ২.৫০ কোটি লােক।
১৮৯৭ সালে “ ওয়ান্ডিমার হাফকিন্স ” প্লেগের ভ্যাকসিন আবিস্কার করেন ।
প্লেগে মারা গিয়েছিল ২০কোটি মানুষ।
কলেরা :-
কলেরা রােগের জন্য দায়ী Vibrio Cholerae ভাইরাস।
পরিসংখ্যান:-
১৮৫২ সালে ভারত ও বিভিন্ন দেশে ১০ লক্ষ লােক কলেরায় মারা গিয়েছিল।
১৮৮৩ সালে সৌদি আরবে হজের সময় ৩০ থেকে ৯০ হাজার হাজি কলেরায় মারা গিয়েছিল। ১৯১০ সালে সারা বিশ্বে ৮ লাক্ষ লােক কলেরায় মারা গিয়েছিল । WHO এর মতে এখনাে প্রতি বছর সারা বিশ্বে ২১ হাজার থেকে ১ লাক্ষ ৪৩ হাজার লােক কলেরায় মারা যায় ।১৮৮৫ সালে “ পাসিনি , কোচ , লুই পাস্তুর , ফোরেন ” কলেরার প্রতিষেধক আবিস্কার করেন ।
১৮৮৩ সালে সৌদি আরবে হজের সময় ৩০ থেকে ৯০ হাজার হাজি কলেরায় মারা গিয়েছিল। ১৯১০ সালে সারা বিশ্বে ৮ লাক্ষ লােক কলেরায় মারা গিয়েছিল । WHO এর মতে এখনাে প্রতি বছর সারা বিশ্বে ২১ হাজার থেকে ১ লাক্ষ ৪৩ হাজার লােক কলেরায় মারা যায় ।১৮৮৫ সালে “ পাসিনি , কোচ , লুই পাস্তুর , ফোরেন ” কলেরার প্রতিষেধক আবিস্কার করেন ।
এইড :-
এইডস রােগের জন্য দায়ী Human Immunodeficiency ভাইরাস।
পরিসংখ্যান:-
বর্তমানে সারা বিশ্বে এইডসে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৬০ লাখ মানুষের ও বেশি এবং এ পর্যন্ত মারা গেছে ৮ লাক্ষ মানুষ ।
এ রােগের তেমন কোন কার্যকরি প্রতিষেধক এখনাে আবিস্কৃত হয় নি।
গুটিবসন্ত :-
গুটিবসন্ত রােগের জন্য দায়ী Variola ভাইরাস।
পরিসংখ্যান:-
১৯৫৭ সাল থেকে ১৯৫৯ সালে সারা বিশ্বে গুটিবসন্তে মারা যায় ৮৬ হাজার মানুষ ।
১৯৭৪ সালে শুধু ভারতে মারা গিয়েছিল ২০ হাজার মানুষ ।
১৭৯০ সালে বিজ্ঞানী ড . এডওয়াড জেনার ” গুটি বসন্তের টিকা আবিস্কার করেন ।
জিকা :-
জিকা রােগের জন্য দায়ী Zika ভাইরাস ।
পরিসংখ্যান:-
১৯৫২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৮৪ টি দেশের ৫ হাজার লােক অক্রান্ত হয়েছিল।এ রােগের তেমন কোন কার্যকরি প্রতিষেধক এখনাে আবিস্কৃত হয় নি ।
ইবােলা :-
ইবােলা রােগের জন্য দায়ী Ebola ভাইরাস ।
পরিসংখ্যান:-
২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সারা বিশ্বে ইবােলায় মারা গিয়েছিল ১২ হাজার মানুষ ।
২০১৯ সালে ইবােলার ভ্যাকসিন আবিস্কৃত হয় ।
১৯১৬ সালে পােলিও তে নিউইয়র্কে মারা গিয়েছিল ৬ হাজার মানুষ ।১৯৫০ সালে “ জোনাল সাল্ক ” পােলিও রােগের টিকা আবিস্কার করেন ।
No comments